সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে ফিলিস্তিনের মুসলমানদের ওপর নির্যাতন ও হত্যার প্রতিবাদ 

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে ফিলিস্তিনের মুসলমানদের ওপর নির্যাতন ও হত্যার প্রতিবাদ 

ইহুদীবাদী দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর নির্বিচারে বোমা হামলা, জুলুম নির্যাতন ও হত্যার প্রতিবাদে শনিবার (২১ অক্টোবর) দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

বরিশাল : বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ বরিশাল সদর ও মহানগরের উদ্যোগে নগরীর টাউন হলের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ কেন্দ্রীয় নায়েবে আমির, জামে এবাদুল্লাহ মসজিদের পেশ ইমাম ও খতীব হযরত মাওলানা মির্জা নুরুর রহমান বেগ। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা ড. সাইয়্যেদ শরাফাত আলী। বিশেষ অতিথি ছিলেন ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসা উপাধ্যক্ষ হযরত মাওলানা রুহুল আমিন ছালেহী, যুব হিযবুল্লাহ কেন্দ্রীয় সভাপতি হযরত মাও, কাজী মফিজ উদ্দিন জিহাদী, ছাত্র হিজবুল্লাহ কেন্দ্রীয় সহ-সভাপতি হযরত মাওলানা মুফতি আবু আক্কাস। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা নেছার উদ্দিন খান, বরিশাল জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুফতী দেলোয়ার হোসেন, মহানগর সাধারণ সম্পাদক হযরত মাওলানা নজরুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে ইসরাইলের সকল পণ্য বর্জন করার আহ্বান জানানো হয়। পরে ফিলিস্তিনে শাহাদাত বরণকারীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাসাইল (টাঙ্গাইল) : বাসাইল পৌরসভার বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে মুসল্লিরা বাসাইল শহীদ মিনারে চত্তরে সমবেত হয়। পরে বাসাইল উপজেলা সর্বস্তরে তাওহীদের জনতার ব্যানারে একটি বিশাল মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার বাসাইল শহীদ মিনারে চত্তরে ফিরে এসে শহীদ মিনারে সামনে সমাবেশ করে । মুফতি মুহাম্মদ উল্লাহ সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মুজিব হাবিব ইসলামিয়া দাখিল মাদরাসা সহকারী শিক্ষক মো. শহীদুল ইসলাম, মাওলানা মুফতি আজিজুল হোসাইন, হাফেজ মাওলানা ছানোয়ার হোসাইন, হাফেজ মাওলানা রেজাউল করিম প্রমুখ।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফিলিস্তনের মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে লাজনাতুল ওলামা আড়াইহাজারের ব্যানারে ইসরাইলবিরোধী বিক্ষোভ মিছিল করেছে আড়াইহাজারের সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তাওহিদী জনতা। উপজেলা পৌর বাজারের প্রধান সড়কে তারা এ বিক্ষোভ মিছিলটি করেন। মিছিলে এলাকার প্রায় কয়েক হাজার আলেম ওলামা অংশগ্রহণ করেন। এ সময় তারা ফিলিস্তিনের পক্ষে এবং ইসরাইলের বিপক্ষে নানা শ্লোগান উচ্চারণ করেন। তারা ফিলিস্তিনের উপর ইসরাইলের নির্যাতন বন্ধ না হলে ইহুদী ধর্মাবলম্বী সকল রাষ্ট্রের সব ধরণের পণ্য বর্জনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

মধুপুর (টাঙ্গাইল) : মধুপুর বনিক সমিতির উদ্যোগে সকল দোকান বন্ধ রেখে বণিক সমিতির সকল তৌহিদী জনতা সমাবেশে যোগ দেন। উপজেলার মধুপুর রানীভবানী মডেল সরকারী উচ্চবিদ্যালয় মাঠে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্য রাখেন মধুপুর পৌরমেয়র মো. সিদ্দিক হোসেন খান, এসময় আরও বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মন্টু, সাবেক ভাইস চেয়ারম্যন মীর ফরহাদুল আলম মনিসহ ওলামা পরিষদের নেতারা। পরে নির্যাতিত ফিলিস্তিনীদের জন্য এবং ফিলিস্বিতিনীকে ইসরাইলী দখলদারদের হাত থেকে রক্ষার জন্য এক বিশেষ  মোনাজাত করা হয়।

সরিষাবাড়ী (জামালপুর) : সরিষাবাড়ীর সর্বস্তরের তাওহীদি জনতার আয়োজনে সরিষাবাড়ী উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র হতে প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের হয়। পরে বিক্ষোভ মিছিল শেষে সরিষাবাড়ি উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের  সামনে ও পৌর সভার শিমলা বাজার  কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- মাওলানা নাজমুল হুদা ফয়েজী , মুফতি মাহবুবুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা তোফাজ্জল হক, মাওলানা খোরশেদ আলম, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আইয়ুব আলী আনসারী, মাওলানা জালাল উদ্দিন প্রমুখ। প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন, মাওলানা সাইদুর রহমান, মাওলানা রেজাউল করিম শাদী ও হাফেজ তামজীদ । 

টেকনাফ (কক্সবাজার) : টেকনাফ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রতিবাদ সভাও পরবর্তী বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল একটি ইহুদিবাদী ও অবৈধ রাষ্ট্র। তারা সম্পূর্ণ অন্যায়ভাবে ফিলিস্তিনি মুসলমানদের ওপর ভয়াবহ জুলুম নির্যাতন চালাচ্ছে। ফিলিস্তিনিদের আবাসভূমি অবৈধভাবে দখল করে তাদের বাস্তুচ্যুত করছে। তারা অবরোধ দিয়ে ফিলিস্তিনির লাখ লাখ মানুষকে মানবেতরভাবে বন্দি করে রেখেছে। এ সময় উপস্থিত ছিলেন, টেকনাফ পৌর আ.লীগের সভাপতি ও সাবেক এমপি আবদুর রহমান বদি, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মো. আলম বাহাদুরসহ ইমাম সমিতিরি নেতারা। 

চৌহালী (সিরাজগঞ্জ) : এনায়েতপুর প্রেস ক্লাব চত্বরে এনায়েতপুর থানা ওলামা পরিষদের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন এলাকার সহস্রধিক ধর্মপ্রাণ মুসুল্লি অংশ নেন। এতে সভাপতিত্ব করেন ওলামা পরিষদের সভাপতি হাফেজ আব্দুর রাজ্জাজ। এসময় ওলামা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাও. আব্দুল গফুর, উপদেষ্টা মাও. আমিরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক সাইদুল ইসলাম, পরিষদের সহসভাপতি মুফতি রফিকুল ইসলাম, মাহমুদুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেবুর রহমান সাঈফি, আব্দুল ওয়াদুদ, সহসাংগঠনিক সম্পাদক এম আনোয়ার হোসেন ও সহ প্রচার সম্পাদক ওমর ফারুক মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।

টিএইচ